ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরোনামঃ ভিক্ষায়াং নৈব নৈব চ
![ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-11-300x169.jpg)
ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
যে তোমারে দূরে রাখি নিত্য ঘৃণা করে,
হে মোর স্বদেশ,
মোরা তারি কাছে ফিরি সম্মানের তরে
পরি তারি বেশ।
বিদেশী জানে না তোরে অনাদরে তাই
করে অপমান,
মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই
আপন সন্তান।
তোমার যা দৈন্য, মাতঃ, তাই ভূষা মোর
কেন তাহা ভুলি?
![ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 3 ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-12.jpg)
পরধনে ধিক্ গর্ব, করি করজোড়
ভরি ভিক্ষাঝুলি!
পুণ্যহস্তে শাক-অন্ন তুলে দাও পাতে
তাই যেন রুচে,
মোটা বস্ত্র বুনে দাও যদি নিজহাতে
তাহে লজ্জা ঘুচে।
সেই সিংহাসন–যদি অঞ্চলটি পাত,
কর স্নেহ দান।
যে তোমারে তুচ্ছ করে সে আমারে, মাতঃ,
কী দিবে সম্মান!
![ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 4 ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-13-e1649316224417.jpg)
![ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 5 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-300x240.jpeg)
আরও পড়ুনঃ
![ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 1 ভিক্ষায়াং নৈব নৈব চ bhikkhayang noibo noibo cha[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/ভিক্ষায়াং-নৈব-নৈব-চ-bhikkhayang-noibo-noibo-cha-কবিতা-.gif)