ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ভুল

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ ভু’ল

ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভুল bhul [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বিদায় করেছ যারে

নয়ন জলে,
এখন ফিরাবে তারে
কিসের ছলে!

আজি মধু-সমীরণে
নিশীথে কুসুম-বনে,
তাহারে পড়েছে মনে
বকুল তলে!
এখন্‌ ফিরাবে তারে,
কিসের ছলে!

সেদিনাে ত মধুনিশি
প্রাণে গিয়েছিল মিশি,
মুকুলিত দশদিশি
কুসুম-দলে;

দুটি সােহাগের বাণী
যদি হত কানাকানী,
যদি ওই মালাখানি
পরাতে গলে!
এখন ফিরাবে আর
কিসের ছলে!

মধুরাতি পূর্ণিমার
ফিরে আসে বারবার,
সে জন ফেরে না আর
যে গেছে চ’লে!
ছিল তিথি অনুকুল,
শুধু নিমেষের ভু’ল,
চিরদিন তৃষাকুল
পরাণ জলে!
এখন ফিরাবে তারে
কিসের ছলে!

ভগ্নহৃদয় ষষ্ঠ সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন