ভোরের বেলা কখন এসে , পূজা ২৬৭ | Vhorer bela kokhon eshe

ভোরের বেলা কখন এসে , পূজা ২৬৭ | Vhorer bela kokhon eshe  রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

 

ভোরের বেলা কখন এসে , পূজা ২৬৭ | Vhorer bela kokhon eshe

রাগ: আশাবরী-ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯১৩

 

ভোরের বেলা কখন এসে , পূজা ২৬৭ | Vhorer bela kokhon eshe
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভোরের বেলা কখন এসে:

 

ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥

আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে–

জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥

মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।

মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।

হৃদয় যেন শিশিরনত ফুটল পূজার ফুলের মতো–

জীবননদী কূল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে ॥

 

ভোরের বেলা কখন এসে , পূজা ২৬৭ | Vhorer bela kokhon eshe
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়।

 

ভোরের বেলা কখন এসে , পূজা ২৬৭ | Vhorer bela kokhon eshe
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন