ভয় হতে তব , পূজা ১২৪ | Voy hote tobo

ভয় হতে তব , পূজা ১২৪ | Voy hote tobo  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

 

ভয় হতে তব , পূজা ১২৪ | Voy hote tobo

রাগ: বেহাগ

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০৬

 

ভয় হতে তব , পূজা ১২৪ | Voy hote tobo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভয় হতে তব:

 

ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে ॥

দীনতা হতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে,

জড়তা হতে নবীন জীবনে নূতন জনম দাও হে ॥

আমার ইচ্ছা হইতে, প্রভু, তোমার ইচ্ছামাঝে–

আমার স্বার্থ হইতে, প্রভু, তব মঙ্গলকাজে–

অনেক হইতে একের ডোরে, সুখদুখ হতে শান্তিক্রোড়ে–

আমা হতে, নাথ, তোমাতে মোরে নূতন জনম দাও হে ॥

 

ভয় হতে তব , পূজা ১২৪ | Voy hote tobo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

ভয় হতে তব , পূজা ১২৪ | Voy hote tobo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন