Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

মাস্টার বলে তুমি দেবে ম্যাট্রিক কবিতা | mastar bole tumi debe matric kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মাস্টার বলে তুমি দেবে ম্যাট্রিক-কবিতাটি [ mastar bole tumi debe matric kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

মাস্টার বলে, তুমি দেবে-ম্যাট্রিক

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ মাস্টার-বলে, তুমি-দেবে ম্যাট্রিক

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মাস্টার বলে তুমি দেবে ম্যাট্রিক-কবিতা | mastar bole tumi debe matric kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মাস্টার-বলে, “তুমি-দেবে ম্যাট্রিক,

এক লাফে দিতে চাও    হবে না সে ঠিক।

ঘরে দাদামশায়ের    দেখো example,

সত্তর বৎসরও হয়নিকো ample।

একদা পরীক্ষায়   হবে উত্তীর্ণ

যখন পাকবে চুল,    হাড় হবে জীর্ণ।’

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Exit mobile version