মৃত্যু mrityu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 29/10/202516/04/2022মৃ’ত্যু-রবীন্দ্রনাথ ঠাকুরকাব্যগ্রন্থ : কণিকাকবিতার শিরনামঃ মৃ’ত্যুমৃত্যু mrityu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর ওগো মৃ’ত্যু, তুমি যদি হতে শূন্যময়মুহূর্তে নিখিল তবে হয়ে যেত লয়।তুমি পরিপূর্ণ রূপ, তব বক্ষে কোলেজগৎ শিশুর মতো নিত্যকাল দোলে।