Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

যদি আমায় তুমি বাঁচাও তবে | Jodi amay tumi bachao tobe | কবিতা | গীতালি – ১৯১৪ | রবীন্দ্রনাথ ঠাকুর

যদি আমায় তুমি বাঁচাও তবে [ jodi amay tumi bachao tobe ] কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতালি কাব্যগ্রন্থ এর অন্তর্গত। গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “গীতাঞ্জলি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কবিতার নামঃ যদি আমায় তুমি বাঁচাও তবে

কাব্যগ্রন্থের নামঃ গীতালি [ ১৯১৪ ]

রবীন্দ্রনাথ ঠাকুর

যদি আমায় তুমি বাঁচাও তবে jodi amay tumi bachao tobe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি      আ-মায় তুমি বাঁচাও তবে

তোমার      নিখিল ভুবন ধন্য হবে।

যদি      আমার মলিন মনের কালি।

      ঘুচাও পুণ্য সলিল ঢালি

তোমার      চন্দ্র সূর্য নূতন আলোয়

      জাগবে জ্যোতির মহোৎসবে।

আজো      ফোটে নি মোর শোভার কুঁড়ি,

তারি      বিষাদ আছে জগৎ জুড়ি।

যদি      নিশার তিমির গিয়ে টুটে

      আমার হৃদয় জেগে উঠে

তবে      মুখর হবে সকল আকাশ

      আনন্দময় গানের রবে।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও পড়ুনঃ

 

Exit mobile version