যদি তোমার দেখা , পূজা ১৩৯ | Jodi tomar dekha

যদি তোমার দেখা , পূজা ১৩৯ | Jodi tomar dekha  রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

যদি তোমার দেখা , পূজা ১৩৯ | Jodi tomar dekha

রাগ: কাফি

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১৬

যদি তোমার দেখা , পূজা ১৩৯ | jodi tomar dekha
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যদি তোমার দেখা:

 

যদি তোমার দেখা না পাই প্রভু,

এবার এ জীবনে

তবে তোমায় আমি পাই নি যেন

সে কথা রয় মনে।

যেন ভুলে না যাই, বেদনা পাই

শয়নে স্বপনে।

এ সংসারের হাটে

আমার যতই দিবস কাটে,

আমার যতই দু হাত ভরে ওঠে ধনে,

তবু কিছুই আমি পাই নি যেন

সে কথা রয় মনে।

যেন ভুলে না যাই, বেদনা পাই

শয়নে স্বপনে।

যদি আলসভরে

আমি বসি পথের ‘পরে,

যদি ধুলায় শয়ন পাতি সযতনে,

যেন সকল পথই বাকি আছে

সে কথা রয় মনে।

যেন ভুলে না যাই, বেদনা পাই

শয়নে স্বপনে।

যতই উঠে হাসি,

ঘরে যতই বাজে বাঁশি,

ওগো যতই গৃহ সাজাই আয়োজনে,

যেন তোমায় ঘরে হয় নি আনা

সে কথা রয় মনে।

যেন ভুলে না যাই, বেদনা পাই

শয়নে স্বপনে॥

 

যদি তোমার দেখা , পূজা ১৩৯ | jodi tomar dekha
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

আরও দেখুন :

মন্তব্য করুন