যারা কাছে আছে , পূজা ৩৬৯ | Jara kache ache

যারা কাছে আছে , পূজা ৩৬৯ | Jara kache ache  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

যারা কাছে আছে , পূজা ৩৬৯ | Jara kache ache

রাগ: মিশ্র সাহানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩০৭

যারা কাছে আছে , পূজা ৩৬৯ | Jara kache ache
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যারা কাছে আছে:

যারা কাছে আছে তারা কাছে থাক্‌, তারা তো পারে না জানিতে–

তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে ॥

যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ–

তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে।

নীরবে নিয়ত রয়েছে আমার নীরব হৃদয়খানিতে ॥

তোমার লাগিয়া কারেও, হে প্রভু, পথ ছেড়ে দিতে বলিব না, কভু,

যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে–

সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে।

সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন সদা এ মোর সাধন–

সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে।

সবার মিলনে তোমার মিলন

জাগিবে হৃদয়খানিতে ॥

যারা কাছে আছে , পূজা ৩৬৯ | Jara kache ache
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা।

 

যারা কাছে আছে , পূজা ৩৬৯ | Jara kache ache
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুন :

মন্তব্য করুন