Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

যেতে যেতে চায় না , পূজা ১৫৩ | Jete jete chay na

যেতে যেতে চায় না , পূজা ১৫৩ | Jete jete chay na  রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

যেতে যেতে চায় না , পূজা ১৫৩ | Jete jete chay na

রাগ: কীর্তন

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ভাদ্র, ১৩২১

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যেতে যেতে চায় না:

যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়–

সবাই মিলে পথে চলা হল আমার দায় ॥

দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে– দেয় না সাড়া হাজার ডাকে–

বাঁধন এদের সাধনধন, ছিঁড়তে যে ভয় পায় ॥

আবেশভরে ধুলায় প’ড়ে কতই করে ছল,

যখন বেলা যাবে চলে ফেলবে আঁখিজল।

নাই ভরসা, নাই যে সাহস, চিত্ত অবশ, চরণ অলস–

লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায় ॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

 

আমাদের গুগল নিউজ ফলো করুন

আরও দেখুন :

Exit mobile version