রাত্রি ratri [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

রাত্রি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ রা’ত্রি

রাত্রি ratri [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রাত্রি ratri [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

জগতেরে জড়াইয়া শত পাকে যামিনীনাগিনী

আকাশ-পাতাল জুড়ি ছিল পড়ে নিদ্রায় মগনা,

আপনার হিম দেহে আপনি বিলীনা একাকিনী।

মিটি মিটি তারকায় জলে তার অন্ধকার ফণা।

উষা আসি মন্ত্র পড়ি বাজাইল ললিত রাগিণী।

রাঙা আঁখি পাকালিয়া সাপিনী উঠিল তাই জাগি–

একে একে খুলে পাক, আঁকি বাঁকি কোথা যায় ভাগি।

পশ্চিমসাগরতলে আছে বুঝি বিরাট গহ্বর,

সেথায় ঘুমাবে বলে ডুবিতেছে বাসুকি-ভগিনী

মাথায় বহিয়া তার শত লক্ষ রতনের কণা।

শিয়রেতে সারা দিন জেগে রবে বিপুল সাগর–

নিভৃতে স্তিমিত দীপে চুপি চুপি কহিয়া কাহিনী

মিলি কত নাগবালা স্বপ্নমালা করিবে রচনা।

বনফুল banaphul: পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন