শেষ কথা কবিতা । shesh kotha kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ কথা কবিতা [ shesh kotha kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কড়ি ও কোমল কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ কড়ি ও কোমল

কবিতার নামঃ শেষ-কথা 

শেষ কথা কবিতা । shesh kotha kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ কথা কবিতা । shesh kotha kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মনে হয় কী একটি শেষ-কথা আছে,

সে কথা হইলে বলা সব বলা হয়।

কল্পনা কাঁদিয়া ফিরে তারি পাছে পাছে,

তারি তরে চেয়ে আছে সমস্ত হৃদয়।

শত গান উঠিতেছে তারি অন্বেষণে,

পাখির মতন ধায় চরাচরময়।

শেষ কথা কবিতা । shesh kotha kobita | কড়ি ও কোমল কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

শত গান ম’রে গিয়ে, নূতন জীবনে

একটি কথায় চাহে হইতে বিলয়।

সে কথা হইলে বলা নীরব বাঁশরি,

আর বাজাব না বীণা চিরদিন-তরে।

সে কথা শুনিতে সবে আছে আশা করি,

মানব এখনো তাই ফিরিছে না ঘরে।

সে কথায় আপনারে পাইব জানিতে,

আপনি কৃতার্থ হব আপন বাণীতে।

আরও দেখুনঃ

যোগাযোগ

অল্পেতে খুশি হবে কবিতা | olpete khusi habe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ি কবিতা | khanotoburir didishashurir kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ভূমিকা কবিতা | bhumika kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

উৼসর্গ কবিতা | utsargo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সেঁজুতি কাব্যগ্রন্থ, ১৯৩৮ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন