শ্রান্তি shranti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

শ্রান্তি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ শ্রা’ন্তি

শ্রান্তি shranti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

শ্রান্তি shranti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সুখশ্রমে আমি, সখী, শ্রান্ত অতিশয়;

পড়েছে শিথিল হয়ে শিরার বন্ধন।

অসহ্য কোমল ঠেকে কুসুমশয়ন,

কুসুমরেণুর সাথে হয়ে যাই লয়।

স্বপনের জালে যেন পড়েছি জড়ায়ে।

যেন কোন্‌ অস্তাচলে সন্ধ্যাস্বপ্নময়

রবির ছবির মতো যেতেছি গড়ায়ে,

সুদূরে মিলিয়া যায় নিখিল নিলয়।

ডুবিতে ডুবিতে যেন সুখের সাগরে

কোথাও না পাই ঠাঁই, শ্বাস রুদ্ধ হয়–

পরান কাঁদিতে থাকে মৃত্তিকার তরে।

এ যে সৌরভের বেড়া, পাষাণের নয়–

কেমনে ভাঙিতে হবে ভাবিয়া না পাই,

অসীম নিদ্রার ভারে পড়ে আছি তাই॥

কবি কাহিনী দ্বিতীয় স্বর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন