Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সকরুণা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরনামঃ সক’রুণা

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সকরুণা sokoruna [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আলেয়া

সখী     প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!

তারে   আমার মাথার একটি কুসুম দে।

যদি     শুধায় কে দিল, কোন্‌ ফুলকাননে,

তোর   শপথ, আমার নামটি বলিস নে।

সখী     প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!

সখী,    তরুর তলায় বসে সে ধুলায় যে!

সেথা    বকুলমালায় আসন বিছায়ে দে।

সে যে   করুণা জাগায় সকরুণ নয়নে–

কেন    কী বলিতে চায়, না বলিয়া যায় সে।

সখী     প্রতিদিন হায় এসে ফিরে যায় কে!

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ ক’বিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ ক’বিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ ক’বিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version