সকল ভয়ের ভয় , পূজা ৪৮৬ | Shokol voyer voy

সকল ভয়ের ভয় , পূজা ৪৮৬ | Shokol voyer voy  রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক।

 

সকল ভয়ের ভয় , পূজা ৪৮৬ | Shokol voyer voy

রাগ: বেহাগ

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১৬

 

সকল ভয়ের ভয় , পূজা ৪৮৬ | Shokol voyer voy
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সকল ভয়ের ভয়:

সকল ভয়ের ভয় যে তারে কোন্‌ বিপদে কাড়বে।

প্রাণের সঙ্গে যে প্রাণ গাঁথা কোন্‌ কালে সে ছাড়বে।

নাহয় গেল সবই ভেসে রইবে তো সেই সর্বনেশে,

যে লাভ সকল ক্ষতির শেষে সে লাভ কেবল বাড়বে।

সুখ নিয়ে, ভাই, ভয়ে থাকি, আছে আছে দেয় সে ফাঁকি,

দুঃখে যে সুখ থাকে বাকি কেই বা সে সুখ নাড়বে?

যে পড়েছে পড়ার শেষে ঠাঁই পেয়েছে তলায় এসে,

ভয় মিটেছে বেঁচেছে সে– তারে কে আর পাড়বে।

 

সকল ভয়ের ভয় , পূজা ৪৮৬ | Shokol voyer voy
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

 

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।

 

সকল ভয়ের ভয় , পূজা ৪৮৬ | Shokol voyer voy
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন