সন্ধ্যার বিদায় sondhyar biday [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ধ্যার বিদায়

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ সন্ধ্যার-বিদায়

সন্ধ্যার বিদায় sondhyar biday [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সন্ধ্যার বিদায় sondhyar biday [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ধ্যা যায়, সন্ধ্যা ফিরে চায়,     শিথিল কবরী পড়ে খুলে–

যেতে যেতে কনক-আঁচল       বেধে যায় বকুলকাননে,

চরণের পরশরাঙিমা               রেখে যায় যমুনার কূলে–

নীরবে-বিদায়-চাওয়া চোখে,     গ্রন্থি-বাঁধা রক্তিম দুকূলে

আঁধারের ম্লানবধূ যায়           বিষাদের বাসরশয়নে।

সন্ধ্যাতারা পিছনে দাঁড়ায়ে         চেয়ে থাকে আকুল নয়নে।

যমুনা কাঁদিতে চাহে বুঝি,       কেন রে কাঁদে না কণ্ঠ তুলে–

বিস্ফারিত হৃদয় বহিয়া           চলে যায় আপনার মনে।

মাঝে মাঝে ঝাউবন হতে         গভীর নিশ্বাস ফেলে ধরা।

সপ্ত ঋষি দাঁড়াইল আসি           নন্দনের সুরতরুমূলে–

চেয়ে থাকে পশ্চিমের পথে,     ভুলে যায় আশীর্বাদ করা।

নিশীথিনী রহিল জাগিয়া           বদন ঢাকিয়া এলোচুলে।

কেহ আর কহিল না কথা,       একটিও বহিল না শ্বাস–

আপনার সমাধি-মাঝারে          নিরাশা নীরবে করে বাস।

বনফুল banaphul: পঞ্চম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন