সন্ধ্যায় কবিতা । sandhyay kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ধ্যায় কবিতা [sandhyay kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসীকাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ সন্ধ্যায়

সন্ধ্যায় কবিতা । sandhyay kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

সন্ধ্যায় কবিতা । sandhyay kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো তুমি, অমনি সন্ধ্যার মতো হও।

সুদূর পশ্চিমাচলে             কনক-আকাশতলে

          অমনি নিস্তব্ধ চেয়ে রও।

অমনি সুন্দর শান্ত              অমনি করুণ কান্ত

          অমনি নীরব উদাসিনী,

ওইমতো ধীরে ধীরে               আমার জীবনতীরে

          বারেক দাঁড়াও একাকিনী।

জগতের পরপারে             নিয়ে যাও আপনারে

          দিবসনিশার প্রান্তদেশে।

থাক্‌ হাস্য-উৎসব,             না আসুক কলরব

          সংসারের জনহীন শেষে।

সন্ধ্যায় কবিতা । sandhyay kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

এস তুমি চুপে চুপে           শ্রান্তিরূপে নিদ্রারূপে,

          এস তুমি নয়ন-আনত।

এস তুমি ম্লান হেসে         দিবাদগ্ধ আয়ুশেষে

          মরণের আশ্বাসের মতো।

আমি শুধু চেয়ে থাকি         অশ্রুহীন শ্রান্ত-আঁখি,

          পড়ে থাকি পৃথিবীর ‘পরে–

খুলে দাও কেশভার,              ঘনস্নিগ্ধ অন্ধকার

          মোরে ঢেকে দিক স্তরে স্তরে।

রাখো এ কপালে মম            নিদ্রার আবেশ-সম

          হিমস্নিগ্ধ করতলখানি।

বাক্যহীন স্নেহভরে             অবশ দেহের ‘পরে

          অঞ্চলের প্রান্ত দাও টানি।

তার পরে পলে পলে            করুণার অশ্রুজলে

          ভরে যাক নয়নপল্লব।

সেই স্তব্ধ আকুলতা              গভীর বিদায়ব্যথা

          কায়মনে করি অনুভব।

আরও দেখুনঃ

যোগাযোগ

নামজাদা দানুবাবু কবিতা | namjada danubabu kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

গব্বুরাজার পাতে কবিতা | gobburajar pate kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আপিস থেকে ঘরে এসে কবিতা | apis theke ghore ese kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বাদশার মুখখানা কবিতা | badshar mukhkhana kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আয়না দেখেই চমকে বলে কবিতা | ayna dekhei chomke bole kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন