সুন্দর বটে তব , পূজা ৫১৭ | Shundor bote tobo

সুন্দর বটে তব , পূজা ৫১৭ | Shundor bote tobo  রবীন্দ্রনাথের সকল গান গীতবিতান নামক সংকলন গ্রন্থে সংকলিত হয়েছে। উক্ত গ্রন্থের ১ম ও ২য় খণ্ডে রবীন্দ্রনাথ নিজেই তার গানগুলিকে ‘পূজা’, ‘স্বদেশ’, ‘প্রেম’, ‘প্রকৃতি’, ‘বিচিত্র’ও ‘আনুষ্ঠানিক’ – এই ছয়টি পর্যায়ে বিন্যস্ত করেছিলেন।

 

সুন্দর বটে তব , পূজা ৫১৭ | Shundor bote tobo

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ ফাল্গুন, ১৩১৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ জুন, ১৯২২

 

সুন্দর বটে তব , পূজা ৫১৭ | Shundor bote tobo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সুন্দর বটে তব:

 

সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত–

স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত॥

খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে,

গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে।

জীবন-শেষের শেষ জাগরণসম ঝলসিছে মহাবেদনা-

নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা।

সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত-

খড়্গ তোমার,হে দেব ব্রজপাণি, চরম শোভায় রচিত।

 

সুন্দর বটে তব , পূজা ৫১৭ | Shundor bote tobo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তার মৃত্যুর পর গীতবিতান গ্রন্থের প্রথম দুই খণ্ডে অসংকলিত গানগুলি নিয়ে ১৯৫০ সালে উক্ত গ্রন্থের ৩য় খণ্ড প্রকাশিত হয়। এই খণ্ডে প্রকাশিত গানগুলি ‘গীতিনাট্য’, ‘নৃত্যনাট্য’, ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’, ‘নাট্যগীতি’, ‘জাতীয় সংগীত’, ‘পূজা ও প্রার্থনা’, ‘আনুষ্ঠানিক সংগীত, ‘প্রেম ও প্রকৃতি’ ইত্যাদি পর্যায়ে বিন্যস্ত।

 

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

 

সুন্দর বটে তব , পূজা ৫১৭ | Shundor bote tobo
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন