Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

সূখের মাঝে তোমায় দেখেছি | Shukher majhe tomay dekhechi

সূখের মাঝে তোমায় দেখেছি | Shukher majhe tomay dekhechi

সূখের মাঝে তোমায় দেখেছি | Shukher majhe tomay dekhechi রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭–১৯০৫) এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী (১৮২৬–১৮৭৫)। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা

সূখের মাঝে তোমায় দেখেছি | Shukher majhe tomay dekhechi

  পাল্কি-পথে , ২৫ আশ্বিন-বেলা, ১৩২

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সূখের মাঝে তোমায় দেখেছি :

সুখের মাঝে তোমায় দেখেছি,

দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভ’রে।

হারিয়ে তোমায় গোপন রেখেছি,

পেয়ে আবার হারাই মিলন-ঘোরে।

চিরজীবন আমার বীণা-তারে

তোমার আঘাত লাগল বারে বারে,

তাই তো আমার নানা সুরের তানে

তোমার পরশ প্রাণে নিলেম ধ’রে।

আজ তো আমি ভয় করি নে আর

লীলা যদি ফুরায় হেথাকার।

নূতন আলোয় নূতন অন্ধকারে

লও যদি বা নূতন সিন্ধুপারে

তবু তুমি সেই তো আমার তুমি,

আবার তোমায় চিনব নূতন ক’রে।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক দর্শন অত্যন্ত জটিল। তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা ও ভারতীয় জাতীয়তাবাদীদের সমর্থন করতেন।১৮৯০ সালে প্রকাশিত মানসী কাব্যগ্রন্থের কয়েকটি কবিতায় রবীন্দ্রনাথের প্রথম জীবনের রাজনৈতিক ও সামাজিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়।

 

 

হিন্দু-জার্মান ষড়যন্ত্র মামলার তথ্যপ্রমাণ এবং পরবর্তীকালে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, রবীন্দ্রনাথ গদর ষড়যন্ত্রের কথা শুধু জানতেনই না, বরং উক্ত ষড়যন্ত্রে জাপানি প্রধানমন্ত্রী তেরাউচি মাসাতাকি ও প্রাক্তন প্রিমিয়ার ওকুমা শিগেনোবুর সাহায্যও প্রার্থনা করেছিলেন।আবার ১৯২৫ সালে প্রকাশিত একটি প্রবন্ধে স্বদেশী আন্দোলনকে “চরকা-সংস্কৃতি” বলে বিদ্রুপ করে রবীন্দ্রনাথ কঠোর ভাষায় তার বিরোধিতা করেন।

আরও দেখুন:

Exit mobile version