সে আমার জননী রে se amar jononi re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সে আমার জননী রে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : [ ১৯৫২ ]

কবিতার শিরনামঃ সে আমার-জননী রে

সে আমার জননী রে se amar jononi re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সে আমার জননী রে se amar jononi re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ভৈরবী । রূপক

কে এসে যায় ফিরে ফিরে

আকুল নয়নের নীরে?

     কে বৃথা আশাভরে

     চাহিছে মুখ-‘পরে?

সে যে আমার জননী রে!

কাহার সুধাময়ী বাণী

মিলায় অনাদর মানি?

     কাহার ভাষা হায়

     ভুলিতে সবে চায়?

সে যে আমার জননী রে!

ক্ষণেক স্নেহকোল ছাড়ি

চিনিতে আর নাহি পারি।

     আপন সন্তান

     করিছে অপমান–

সে যে আমার জননী রে!

পুণ্য কুটিরে বিষণ্ণ

কে ব’সে সাজাইয়া অন্ন?

     সে স্নেহ-উপহার

     রুচে না মুখে আর!

সে যে আমার জননী রে!

যথার্থ আপন jothartho apon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন