স্বপ্ন হঠাৎ উঠল রাতে কবিতাটি [ swopno hothat-uthlo rate kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
স্বপ্ন হঠাৎ উঠল রাতে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ স্বপ্ন-হঠাৎ উঠল রাতে

স্বপ্ন হঠাৎ উঠল রাতে কবিতা | swopno hothat-uthlo rate kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
স্বপ্ন হঠাৎ-উঠল রাতে
প্রাণ পেয়ে,
মৌন হতে
ত্রাণ পেয়ে।
ইন্দ্রলোকের পাগ্লাগারদ
খুলল তারই দ্বার,
পাগল ভুবন দুর্দাড়িয়া
ছুটল চারিধার–
দারুণ ভয়ে মানুষগুলোর
চক্ষে বারিধার,
বাঁচল আপন স্বপন হতে
খাটের তলায় স্থান পেয়ে।
![স্বপ্ন হঠাৎ উঠল রাতে কবিতা | swopno hothat uthlo rate kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 3 স্বপ্ন হঠাৎ উঠল রাতে swopno hothat uthlo rate [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
আরও দেখুনঃ

