স্মৃতি কবিতা । smriti Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

স্মৃতি কবিতা [ smriti Kobita ] টি রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থ এর অন্তর্গত। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কবিতার নামঃ স্মৃতি

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

স্মৃতি কবিতা । smriti Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

স্মৃতি কবিতা । smriti Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

সে ছিল আরেক দিন এই তরী-‘পরে,

কন্ঠ তার পূর্ণ ছিল সুধাগীতিস্বরে।

ছিল তার আঁখি দুটি ঘনপক্ষ্ণচ্ছায়,

সজল মেঘের মতো ভরা করুণায়।

কোমল হৃদয়খানি উদ্‌বেলিত সুখে,

উচ্ছ্বসি উঠিত হাসি সরল কৌতুকে।

পাশে বসি ব’লে যেত কলকণ্ঠকথা,

কত কী কাহিনী তার কত আকুলতা!

স্মৃতি কবিতা । smriti Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

প্রত্যুষে আনন্দভরে হাসিয়া হাসিয়া

প্রভাত-পাখির মতো জাগাত আসিয়া।

স্নেহের দৌরাত্ম্য তার নির্ঝরের প্রায়

আমারে ফেলিত ঘেরি বিচিত্র লীলায়।

আজি সে অনন্ত বিশ্বে আছে কোন্‌খানে

তাই ভাবিতেছি বসি সজলনয়ানে।

আরও দেখুনঃ

যোগাযোগ

শেষ বীথিকা কবিতা | Shesh Bithika Kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দেবতা কবিতা | debota kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নিঃস্ব কবিতা | niswo kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আশ্বিনে কবিতা | ashwine kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নমস্কার কবিতা | nomoskar kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন