স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

স্মৃতি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ স্মৃ’তি

স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

স্মৃতি smriti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ওই দেহ-পানে চেয়ে পড়ে মোর মনে

যেন কত শত পূর্বজনমের স্মৃ’তি।

সহস্র হারানো সুখ আছে ও নয়নে,

জন্ম-জন্মান্তের যেন বসন্তের গীতি।

যেন গো আমারি তুমি আত্মবিস্মরণ,

অনন্ত কালের মোর সুখ দুঃখ শোক,

কত নব জগতের কুসুমকানন,

কত নব আকাশের চাঁদের আলোক।

কত দিবসের তুমি বিরহের ব্যথা,

কত রজনীর তুমি প্রণয়ের লাজ,

সেই হাসি সেই অশ্রু সেই সব কথা

মধুর মুরতি ধরি দেখা দিল আজ।

তোমার মুখেতে চেয়ে তাই নিশিদিন

জীবন সুদূরে যেন হতেছে বিলীন।

কবি কাহিনী তৃতীয় স্বর্গ kabi kahini titio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন