Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

হাস্যদমনকারী গুরু কবিতা | hasyodomonkari guru kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হাস্যদমনকারী গুরু কবিতাটি [ hasyodomonkari-guru kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।হাস্যদমনকারী গুরু

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ হাস্যদমনকারী-গুরু

Rabindranath Tagore

 

হাস্যদমনকারী গুরু কবিতা | hasyodomonkari-guru kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হাস্যদমনকারী-গুরু–

              নাম যে বশীশ্বর,

কোথা থেকে জুটল তাহার

              ছাত্র হসীশ্বর।

হাসিটা তার অপর্যাপ্ত,

তরঙ্গে তার বাতাস ব্যাপ্ত,

পরীক্ষাতে মার্কা যে তাই

              কাটেন মসীশ্বর।

ডাকি সরস্বতী মাকে,–

“ত্রাণ করো এই ছেলেটাকে,

মাস্টারিতে ভর্তি করো

                হাস্যরসীশ্বর।’

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

 

আরও দেখুনঃ 

Exit mobile version