গব্বুরাজার পাতে কবিতাটি [ Gobburajar pate kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
কবিতার নামঃ গব্বুরাজার পাতে
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
গব্বুরাজার পাতে কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর
গব্বুরাজার-পাতে
ছাগলের কোর্মাতে
যবে দেখা গেল তেলা-
পোকাটা
রাজা গেল মহা চ’টে,
চীৎকার করে ওঠে,–
“খানসামা কোথাকার
বোকাটা।’
মন্ত্রী জুড়িয়া পাণি
কহে, “সবই এক প্রাণী।’
রাজার ঘুচিয়া গেল
ধোঁকাটা।
জীবের শিবের প্রেমে
একদম গেল থেমে
মেঝে তার তলোয়ার
ঠোকাটা।
আরও দেখুনঃ