তুমি যখন গান গাহিতে বল – Tumi jokhon gan gahite bolo | গীতাঞ্জলি – ৭৮

তুমি যখন গান গাহিতে বল | Tumi jokhon gan gahite bolo – গানটি  গীতাঞ্জলির ৭৮ নম্বর গান। গীতাঞ্জলি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ। এই বইয়ে মোট ১৫৭টি গীতিকবিতা সংকলিত হয়েছে। কবিতাগুলি ব্রাহ্ম-ভাবাপন্ন ভক্তিমূলক রচনা। এর বেশিরভাগ কবিতাতেই রবীন্দ্রনাথ নিজে সুরারোপ করেছিলেন। ১৯০৮-০৯ সালে বিভিন্ন পত্রপত্রিকায় এই কবিতাগুলি প্রকাশিত হয়। এরপর ১৯১০ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ১৯১৩ সালে ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

তুমি যখন গান গাহিতে বল | Tumi jokhon gan gahite bolo | গীতাঞ্জলি - ৭৮

তুমি যখন গান গাহিতে বল

Rabindranath Tagore 66 768x512 1 তুমি যখন গান গাহিতে বল - Tumi jokhon gan gahite bolo | গীতাঞ্জলি - ৭৮

তুমি যখন গান গাহিতে বল

                    গর্ব আমার ভ’রে ওঠে বুকে;

       দুই আঁখি মোর করে ছল ছল

                    নিমেষহারা চেয়ে তোমার মুখে।

       কঠিন কটু যা আছে মোর প্রাণে

       গলিতে চায় অমৃতময় গানে,

       সব সাধনা আরাধনা মম

                    উড়িতে চায় পাখির মতো সুখে।

                           তৃপ্ত তুমি আমার গীতরাগে,

                           ভালো লাগে তোমার ভালো লাগে,

                           জানি আমি এই গানেরি বলে

                                  বসি গিয়ে তোমারি সম্মুখে।

                           মন দিয়ে যার নাগাল নাহি পাই,

                           গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই,

                           সুরের ঘোরে আপনাকে যাই ভুলে,

                                  বন্ধু ব’লে ডাকি মোর প্রভুকে।

AmarRabindranath.com Logo 252x68 px Dark তুমি যখন গান গাহিতে বল - Tumi jokhon gan gahite bolo | গীতাঞ্জলি - ৭৮

 

 

 

আরও পড়ুন:

মন্তব্য করুন