[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

নামজাদা দানুবাবু কবিতা [ খাপছাড়া কাব্যগ্রন্থ ] – রবীন্দ্রনাথ ঠাকুর [ Namjada Danubabu Kobita ]

নামজাদা দানুবাবু কবিতাটি [ Namjada Danubabu Kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

কবিতার শিরনামঃ নামজাদা দানুবাবু

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

নামজাদা দানুবাবু কবিতা | namjada danubabu kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

নামজাদা দানুবাবু কবিতা

নামজাদা-দানুবাবু

       রীতিমতো খর্‌চে,

অথচ ভিটেয় তার

       ঘুঘু সদা চরছে।

দানধর্মের ‘পরে

       মন তার নিবিষ্ট,

রোজগার করিবার

       বেলা জপে “শ্রীবিষ্ণু’,

চাঁদার খাতাটা তাই

       দ্বারে দ্বারে ধরছে।

এই ভাবে পুণ্যের

       খাতা তার ভরছে।

 

 

আরও দেখুনঃ 

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

মন্তব্য করুন