[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

বাদশার মুখখানা কবিতা [ খাপছাড়া কাব্যগ্রন্থ ] – রবীন্দ্রনাথ ঠাকুর [ Badshar mukhkhana kobita ]

বাদশার মুখখানা কবিতাটি [ Badshar mukhkhana kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

কবিতার নামঃ বাদশার মুখখানা

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

রবীন্দ্রনাথ ঠাকুর

দশার মুখখানা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

বাদশার-মুখখানা

     গুরুতর গম্ভীর,

       মহিষীর হাসি নাহি ঘুচে;

কহিলা বাদশা-বীর,–

     “যতগুলো দম্ভীর

       দম্ভ মুছিব চেঁচে-পুঁছে।’

উঁচু মাথা হল হেঁট,

খালি হল ভরা পেট,

     শপাশপ্‌ পিঠে পড়ে বেত।

কভু ফাঁসি কভু জেল,

কভু শূল কভু শেল,

     কভু ক্রোক দেয় ভরা খেত।

মহিষী বলেন তবে,–

“দম্ভ যদি না র’বে

     কী দেখে হাসিব তবে, প্রভু।’

বাদশা শুনিয়া কহে,–

“কিছুই যদি না রহে

     হসনীয় আমি র’ব তবু।’

 

আরও দেখুনঃ 

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

 

মন্তব্য করুন