অনেক দিনের আমার , প্রেম ২১ | Onek diner amar

অনেক দিনের আমার , প্রেম ২১ | Onek diner amar  রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।

অনেক দিনের আমার , প্রেম ২১ | Onek diner amar

রাগ: দেশ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩৩৬

অনেক দিনের আমার

অনেক দিনের আমার:

অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে

তারে আমি শুধাই, তুমি ঘুরে বেড়াও কোন্‌ বাতাসে॥

যে ফুল গেছে সকল ফেলে    গন্ধ তাহার কোথায় পেলে,

যার আশা আজ শূন্য হল কী সুর জাগাও তাহার আশে॥

সকল গৃহ হারালো যার তোমার তানে তারি বাসা,

যার বিরহের নাই অবসান  তার মিলনের আনে ভাষা।

শুকালো যেই নয়নবারি    তোমার সুরে কাঁদন তারি,

ভোলা দিনের বাহন তুমি স্বপন ভাসাও দূর আকাশে॥

 

Amar Rabindranath Logo

 

আরও দেখুন :

মন্তব্য করুন