আকাঙ্ক্ষা akhankka [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আকাঙ্ক্ষা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ আকাঙ্ক্ষা

আকাঙ্ক্ষা akhankka [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আকাঙ্ক্ষা akhankka [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আজি কোন আজি কোন যোগিয়া বিভাস–একতাল।।

শরত তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায় !

শেফালির শাখে কি বলিয়া ডাকে বিহগ বিহগী কি যে গায়!

মধুর বাতাসে হৃদয় উদাসে রঙ্গে না আবাসে মন হায় !

কুসুমের আশে, কোন ফুল বাসে সুনীল আকাশে মন ধায় !

কে যেন গো নাই এ প্রভাতে তাই জীবন বিফল হয় গো!

চারিদিকে চায় মন কেঁদে গায় “এ নহে, এ হে, নয় গো !”

স্বপনের দেশে আছে এলোকেশে, কোন ছায়াময়ী অমরায় !

মাজি আমি আমি আমি সদা আকা-ঙ্ক্ষা ।

ᎼᎭᏬ কোন উপবনে বিরহ বেদনে আমারি কারণে কেঁদে যায় !

যদি গাথি গান অথির পরাণ সে গান শুনাব কারে আর ।

যদি গাথি মালা লক্ষয় ফুল ডাল৷ কাহারে পরাব ফুলহার !

আমার এ প্রাণ যদি করি দান দিব প্রাণ তবে কার পায় ।

ভয় হয় মনেপাছে অযতনে  মনে মনে কেহ ব্যথা পায় !

সন্ধ্যা সঙ্গীত sondha sangeet [ কাব্যগ্রন্থ ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন