আমার প্রিয়ার ছায়া [ Amar Priyar Chhaya ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
রাগ: মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ ভাদ্র, ১৩৪৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ অগাস্ট, ১৯৩৮
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
![আমার প্রিয়ার ছায়া [ Amar Priyar Chhaya ] - রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি) 3 আমি অধম অবিশ্বাসী ami odhom abiswasi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-2.jpg)
আমার প্রিয়ার ছায়া [ Amar Priyar Chhaya ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
![আমার প্রিয়ার ছায়া [ Amar Priyar Chhaya ] - রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি) 4 আ-শীর্বাদ ashirbad [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ন নিশ্বাসে, হায়॥
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে, হায়॥
বারি-ঝরা বনের গন্ধ নিয়া
পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়।
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়॥
আরও দেখুন…
হৃদয়ে মন্দ্রিল ডমরু [ Hridaye Mandrila Damaru ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন [ Thamao Rimiki Jhimiki Barishan ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
আমি শ্রাবণ-আকাশে ওই [ Ami Shraban Akashe Oi ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
চিত্ত আমার হারালো [ Chitta Amar Haralo ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)