ওগো আমার চির-অচেনা , প্রেম ১৯৪ | Ogo amar chiro ochena ] রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।
ওগো আমার চির-অচেনা , প্রেম ১৯৪ | Ogo amar chiro ochena
রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৪৪
![১৯৪ [ ওগো আমার চির-অচেনা | প্রেম | Ogo amar chiro ochena ] 2 ওগো আমার চির-অচেনা](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/12/ওগো-আমার-চির-অচেনা-1024x536.png)
ওগো আমার চির-অচেনা:
ওগো আমার চির-অচেনা পরদেশী,
ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে॥
যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার,
আভাস তারি হৃদয়ে বাজিছে সদা
যেন কাহার বাঁশির মনোমোহন সুরে॥
প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা,
ছিল পড়ে তৃণতলে অশোকবনে।
দিনশেষে ফিরে এসে পাই নি তারে,
তুমিও কোথা গেছ চলে–
বেলা গেল, হল না আর দেখা ॥
![১৯৪ [ ওগো আমার চির-অচেনা | প্রেম | Ogo amar chiro ochena ] 3 Amar Rabindranath Logo](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-e1649308436976-1024x819.jpeg)
![১৯৪ [ ওগো আমার চির-অচেনা | প্রেম | Ogo amar chiro ochena ] 1 ওগো আমার চির-অচেনা](https://amarrabindranath.com/wp-content/uploads/2024/12/ওগো-আমার-চির-অচেনা.png)