প্রকৃতি পর্ব ৭ – কত যে তুমি গান [ Koto Je Tumi Gaan ]

কত যে তুমি গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্বের ৭ নম্বর গান।

প্রকৃতি পর্ব ৭ - কত যে তুমি গান [ Koto Je Tumi Gaan ]

রাগ: তোড়ি-ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

 

প্রকৃতি পর্ব ৭ – কত যে তুমি গান [ Koto Je Tumi Gaan ]

 

 

কত যে তুমি মনোহর মনই তাহা জানে,

          হৃদয় মম থরোথরো কাঁপে তোমার গানে॥

আজিকে এই প্রভাতবেলা   মেঘের সাথে রোদের খেলা,

          জলে নয়ন ভরোভরো চাহি তোমার পানে॥

          আলোর অধীর ঝিলিমিলি নদীর ঢেউয়ে ওঠে,

          বনের হাসি খিলিখিলি পাতায় পাতায় ছোটে।

আকাশে ওই দেখি কী যে–   তোমার চোখের চাহনি যে।

          সুনীল সুধা ঝরোঝরো ঝরে আমার প্রাণে॥

 

 

আরও দেখুন…

মন্তব্য করুন