গান
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]
কবিতার শিরনামঃ গা’ন
![গান gaan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 গান gaan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
Table of Contents
গান gaan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ও গো কে যায় বঁাশরী বাজায়ে!
আমার ঘরে কেহ নাই যে !
তারে মনে পড়ে যাঁরে চাই যে !
তার আকুল পরাণ বিরহের গা’ন
বঁশি বুঝি গেল জানায়ে!
আমি আমার কথা তারে জানাব কি করে,
প্রাণ কাদে মোর তাই যে !
কুসুমের মালা গাথা হল না,
ধুলিতে প’ড়ে শুকায় রে,
নিশি হয় ভোর, রজনীর চাদ
মলিন মুখ লুকায় রে!
সারা বিভাবী কার পূজা করি
যৌবন-ডাল সাজায়ে,
ওই বাশিস্বরে হায় প্রাণ নিয়ে যায়
আমি কেন থাকি হায় রে!
আরও দেখুনঃ