চরণ choron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চরণ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ চর’ণ

চরণ choron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

চরণ choron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

দুখানি চ’রণ পড়ে ধরণীর গায়–

দুখানি অলস রাঙা কোমল চর’ণ।

শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়,

শত লক্ষ কুসুমের পরশস্বপন।

শত বসন্তের যেন ফুটন্ত অশোক

ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায়।

প্রভাতের প্রদোষের দুটি সূর্যলোক

অস্ত গেছে যেন দুটি চ’রণছায়ায়।

যৌবনসংগীত পথে যেতেছে ছড়ায়ে,

নূপুর কাঁদিয়া মরে চর’ণ জড়ায়ে,

নৃত্য সদা বাঁধা যেন মধুর মায়ায়।

হোথা যে নিঠুর মাটি, শুষ্ক ধরাতল–

এসো গো হৃদয়ে এসো, ঝুরিছে হেথায়

লাজরক্ত লালসার রাঙা শতদল॥

ভগ্নহৃদয় প্রথম সর্গ bhagno hriday prothom sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন