তবু কবিতা [ tabu kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ মানসী
কবিতার নামঃ তবু

তবু কবিতা । tabu kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ত’বু মনে রেখো, যদি দূরে যাই চলি,
সেই পুরাতন প্রেম যদি এক কালে
হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি–
ঢাকা পড়ে নব নব জীবনের জালে।
ত’বু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,
নূতন এ প্রেম যদি হয় পুরাতন,
দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি–

পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন।
ত’বু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে
উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা,
অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,
অথবা বসন্ত-রাতে থেমে যায় খেলা।
ত’বু মনে রেখো, যদি মনে প’ড়ে আর
আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।
আরও দেখুনঃ
পত্রোত্তর কবিতা | potrottor kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
জন্মদিন কবিতা সেঁজুতি | jonmodin kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
প্রহাসিনী কাব্যগ্রন্থ , ১৯৩৮ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর
দিদিমণি কবিতা | didimoni kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
বেঁটেছাতাওয়ালি কবিতা | bata chata wali kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর