তুমি খুশি থাকো || রবীন্দ্র সঙ্গীত

তুমি খুশি থাকো

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৯২৫

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

 

তুমি খুশি থাকো

 

তুমি খুশি থাকো || রবীন্দ্র সঙ্গীত

তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে

তোমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ॥

তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে,

সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ॥

ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,

গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।

তোমার আঁধার তোমার আলো দুই আমারে লাগল ভালো–

আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে ॥

 

“তুমি খুশি থাকো” কভার ঃ

 

আরও দেখুন:

 

মন্তব্য করুন