ধ্যান কবিতা | dhyan kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ধ্যান কবিতাটি [ dhyan kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

ধ্যান dhyan

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ ধ্যান dhyan

ধ্যান কবিতা | dhyan kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

 

ধ্যান কবিতা | dhyan kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কাল চলে আসিয়াছি, কোনো কথা বলি নি তোমারে।

            শেষ করে দিনু একেবারে

            আশা নৈরাশ্যের দ্বন্দ্ব, ক্ষুব্ধ কামনার

                 দুঃসহ ধিক্কার।

            বিরহের বিষণ্ন আকাশে

                      সন্ধ্যা হয়ে আসে।

তোমারে নিরখি ধ্যানে সব হতে স্বতন্ত্র করিয়া

                   অনন্তে ধরিয়া।

          নাই সৃষ্টিধারা,

        নাই রবিশশী গ্রহতারা;

               বায়ু স্তব্ধ আছে,

          দিগন্তে একটি রেখা আঁকে নাই গাছে।

 

ধ্যান dhyan [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

               নাইকো জনতা,

                   নাই কানাকানি কথা।

                   নাই সময়ের পদধ্বনি

                   নিরন্ত মুহূর্ত স্থির, দণ্ড পল কিছুই না গণি।

                   নাই আলো, নাই অন্ধকার–

                  আমি নাই, গ্রন্থি নাই তোমার আমার।

নাই সুখ দুঃখ ভয়, আকাঙক্ষা বিলুপ্ত হল সব–

          আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব।

তোমাতে সমস্ত লীন, তুমি আছ একা।–

    আমি-হীন চিত্তমাঝে একান্ত-তোমারে শুধু দেখা।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন