নূতন চাল nutan chal[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

নূ-তন চাল nutan chal[ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরোনামঃ নূতন চাল

নূতন চাল nutan chal[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

নূতন চাল nutan chal[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

এক দিন গরজিয়া কহিল মহিষ,

ঘোড়ার মতন মোর থাকিবে সহিস।

একেবারে ছাড়িয়াছি মহিষি-চলন,

দুই বেলা চাই মোর দলন-মলন।

নূতন চাল nutan chal[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

এই ভাবে প্রতিদিন, রজনী পোহালে,

বিপরীত দাপাদাপি করে সে গোহালে।

প্রভু কহে,চাই বটে! ভালো, তাই হোক!

পশ্চাতে রাখিল তার দশ জন লোক।

দুটো দিন না যাইতে কেঁদে কয় মোষ,

আর কাজ নেই প্রভু, হয়েছে সন্তোষ।

সহিসের হাত হতে দাও অব্যাহতি,

দলন-মলনটার বাড়াবাড়ি অতি।

নূতন চাল nutan chal[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
আরও পড়ুনঃ

বাহু bahu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

গান gaan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন