পরিচয় কবিতা চৈতালী। porichoy Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পরিচয় কবিতা চৈতালীটি [ porichoy kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ পরিচয়

পরিচয় কবিতা চৈতালী। porichoy Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

পরিচয় কবিতা চৈতালী। porichoy Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে

ধুলি-‘পরে বসে আছে পা-দুখানি মেলে।

ঘাটে বসে মাটি ঢেলা লইয়া কুড়ায়ে

দিদি মাজিতেছে ঘটী ঘুরায়ে ঘুরায়ে।

অদূরে কোমললোম ছাগবৎস ধীরে

চরিয়া ফিরিতেছিল নদী-তীরে-তীরে।

সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়া

বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া।

 

পরিচয় কবিতা চৈতালী। porichoy Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বালক চমকি কাঁপি কেঁদে ওঠে ত্রাসে,

দিদি ঘাটে ঘটী ফেলে ছুটে চলে আসে।

এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ

দুজনেরে বাঁটি দিল সমান সোহাগ!

পশুশিশু, নরশিশু–দিদি মাঝে প’ড়ে

দোঁহারে বাঁধিয়া দিল পরি-চয়ডোরে।

আরও দেখুনঃ

যোগাযোগ

 

মন্তব্য করুন