প্রতাপের তাপ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Protaper Tap Kobita ]
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ প্রতাপের তাপ
প্রতাপের তাপ কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর [ Protaper Tap Kobita ]
![প্রতাপের তাপ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ] 3 প্রতাপের তাপ protaper tap [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
ভিজা কাঠ অশ্রুজলে ভাবে রাত্রিদিবা,
জ্বলন্ত কাঠের আহা দীপ্তি তেজ কিবা।
অন্ধকার কোণে প’ড়ে মরে ঈর্ষারোগে–
বলে, আমি হেন জ্যোতি পাব কী সুযোগে।
জ্বলন্ত অঙ্গার বলে, কাঁচা কাঠ ওগো,
চেষ্টাহীন বাসনায় বৃথা তুমি ভোগো।
আমরা পেয়েছি যাহা মরিয়া পুড়িয়া,
তোমারি হাতে কি তাহা আসিবে উড়িয়া?
ভিজা কাঠ বলে, বাবা, কে মরে আগুনে!
জ্বলন্ত অঙ্গার বলে, তবে খাক ঘুণে।
![প্রতাপের তাপ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Protaper Tap Kobita ] 4 প্রতাপের তাপ protaper tap [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-2.jpg)
আরও পড়ুনঃ