প্রতীক্ষা কবিতাটি [ protikkhka-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।
প্রতীক্ষা protikkhka
কাব্যগ্রন্থের নামঃ বীথিকা
কবিতার নামঃ প্রতীক্ষা-protikkha

প্রতীক্ষা কবিতা | protikkhka kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
গান
আজি বরষনমুখরিত
শ্রাবণরাতি।
স্মৃতিবেদনার মালা
একেলা গাঁথি।
আজি কোন্ ভুলে ভুলি
আঁধার ঘরেতে রাখি
দুয়ার খুলি–
মনে হয়, বুঝি আসিবে যে
মোর দুখরজনীর
মরমসাথি।
![প্রতীক্ষা কবিতা | protikkhka kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 3 প্রতীক্ষা protikkhka [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-9-2.jpg)
আসিছে সে ধারাজলে সুর লাগায়ে
নীপবনে পুলক জাগায়ে।
যদিও বা নাহি আসে
তবু বৃথা আশ্বাসে
মিলন-আসনখানি
রয়েছে পাতি।
আরও দেখুনঃ