প্রেমএসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : স্মরণ [ ১৯৬১]
কবিতার শিরোনামঃ প্রেমএসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার
![প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/02/rabi2-220x300.jpg)
প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমএসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার–
আর কভু আসিবে না।
বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার,
তারি সাথে শেষ চেনা।
![প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/02/800px-Rabindranath_Tagore_in_1909-214x300.jpg)
সে আসি প্রদীপ নিবাইয়া দিবে এক দিন,
তুলি লবে মোরে রথে–
নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন্ গৃহহীন
গ্রহতারকার পথে।
ততকাল আমি একা বসি রব খুলি দ্বার,
কাজ করি লব শেষ।
দিন হবে যবে আরেক অতিথি আসিবার
পাবে না সে বাধালেশ।
পূজা-আয়োজন সব সারা হবে একদিন,
প্রস্তুত হয়ে রব–
![প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার prem esechhilo chole gelo se khuli dar [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/02/image_750x_6097b675c8d97-300x200.jpg)
নীরবে বাড়ায়ে বাহু-দুটি সেই গৃহহীন
অতিথিরে বরি লব।
যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বার
সেই বলে গেল ডাকি,
“মোছো আঁখিজল, আরেক অতিথি আসিবার
এখনো রয়েছে বাকি।’
সেই বলে গেল, “গাঁথা সেরে নিয়ো একদিন
জীবনের কাঁটা বাছি,
নবগৃহ-মাঝে বহি এনো, তুমি গৃহহীন,
পূর্ণ মালিকাগাছি।’
দুঃখহারী dukkhohari [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
নবীন অতিথি nabin otithi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
নির্লিপ্ত nirlipto [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর