প্রেয়সী কবিতা । preyasi Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেয়সী কবিতাটি [ preyasi Kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ প্রেয়সী

প্রেয়সী কবিতা । preyasi Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

প্রেয়সী কবিতা । preyasi Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

হে প্রেয়-সী, হে শ্রেয়সী, হে বীণাবাদিনী,

আজি মোর চিত্তপদ্মে বসি একাকিনী

ঢালিতেছ স্বর্গসুধা; মাথার উপর

সদ্যস্নাত বরষার স্বচ্ছ নীলাম্বর

রাখিয়াছে স্নিগ্ধহস্ত আশীর্বাদে ভরা;

সম্মুখেতে শষ্যপূর্ণ হিল্লোলিত ধরা

প্রেয়সী কবিতা । preyasi Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বুলায় নয়নে মোর অমৃতচুম্বন;

উতলা বাতাস আসি করে আলিঙ্গন;

অন্তরে সঞ্চার করি আনন্দের বেগ

বহে যায় ভরা নদী; মধ্যাহ্নের মেঘ

স্বপ্নমালা গাঁথি দেয় দিগন্তের ভালে।

তুমি আজি মুগ্ধমুখী আমারে ভুলালে,

ভুলাইলে সংসারের শতলক্ষ কথা–

বীণাস্বরে রচি দিলে মহা নীরবতা।

প্রেয়সী কবিতা । preyasi Kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

মন্তব্য করুন