বাদলসন্ধ্যা কবিতা | badolsondhya kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বাদলসন্ধ্যা কবিতাটি [ badolsondhya kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বীথিকা-কাব্যগ্রন্থের অংশ।

বাদলসন্ধ্যা badolsondhya

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বীথিকা

কবিতার নামঃ বাদলসন্ধ্যা badolsondhya

 

বাদলসন্ধ্যা কবিতা | badolsondhya kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বাদলসন্ধ্যা কবিতা | badolsondhya kobita | বীথিকা-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

  গান

      জানি জানি, তুমি এসেছ এ পথে

                মনের ভুলে।

      তাই হোক তবে, তাই হোক, দ্বার

                দিলেম খুলে।

      এসেছ তুমি তো বিনা আভরণে,

      মুখর নূপুর বাজে না চরণে,

      তাই হোক তবে, তাই হোক, এসো

                সহজ মনে।

 

বাদলসন্ধ্যা কবিতা | badolsondhya kobita | বীথিকা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

      ওই তো মালতী ঝরে পড়ে যায়

                মোর আঙিনায়

      শিথিল কবরী সাজাতে তোমার

                লও-না তুলে।

      নাহয় সহসা এসেছ এ পথে

                মনের ভুলে।

      কোনো আয়োজন নাই একেবারে,

      সুর বাঁধা নাই এ বীণার তারে,

      তাই হোক তবে, এসো হৃদয়ের

                মৌনপারে।

      ঝর ঝর বারি ঝরে বনমাঝে,

      আমারি মনের সুর ওই বাজে,

      উতলা হাওয়ার তালে তালে মন

                উঠিছে দুলে।

      নাহয় সহসা এসেছ এ পথে

                মনের ভুলে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন