বাধা দিলে বাধবে লড়াই , পূজা ২৫৯ | Badha dile badhbe lorai

বাধা দিলে বাধবে লড়াই , পূজা ২৫৯ | Badha dile badhbe lorai  রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

 

বাধা দিলে বাধবে লড়াই , পূজা ২৫৯ | Badha dile badhbe lorai

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৪ ভাদ্র, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ অগাস্ট, ১৯১৪

বাধা দিলে বাধবে লড়াই:

 

বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।

পথ জুড়ে কী করবি বড়াই, সরতে হবে॥

লুঠ-করা ধন ক’রে জড়ো কে হতে চাস সবার বড়ো–

এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।

নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে॥

নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন?

লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন।

ধনী যে তুই দুঃখধনে সেই কথাটি রাখিস মনে–

ধুলার ‘পরে স্বর্গ তোমায় গড়তে হবে–

বিনা অস্ত্র, বিনা সহায়, লড়তে হবে॥

১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়।

মন্তব্য করুন