মুক্তিপাশ কবিতা [ Muktipash Kobita ] -রবীন্দ্রনাথ ঠাকুর

মুক্তিপাশ কবিতা [ Muktipash Kobita ]

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ মুক্তিপাশ

মুক্তিপাশ muktipash [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মুক্তিপাশ কবিতা [ Muktipash Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো,  নিশীথে কখন এসেছিলে তুমি

                 কখন যে গেছ বিহানে

    তাহা         কে জানে।

    আমি   চরণশবদ পাই নি শুনিতে

                 ছিলেম কিসের ধেয়ানে

    তাহা         কে জানে।

            রুদ্ধ আছিল আমার এ গেহ,

            কতকাল আসে-যায় নাই কেহ,

            তাই মনে মনে ভাবিতেছিলেম

                   এখনো রয়েছে যামিনী–

            যেমন বন্ধ আছিল সকলি

                  বুঝি-বা রয়েছে তেমনি।

                  হে মোর গোপনবিহারী,

            ঘুমায়ে ছিলেম যখন, তুমি কি

                  গিয়েছিলে মোরে নেহারি।

    আজ    নয়ন মেলিয়া একি হেরিলাম

               বাধা নাই, কোনো বাধা নাই–

    আমি       বাঁধা নাই।

    ওগো    যে আঁধার ছিল শয়ন ঘেরিয়া

               আধা নাই, তার আধা নাই–

    আমি       বাঁধা নাই।

            তখনি উঠিয়া গেলেম ছুটিয়া,

            দেখিনু কে মোর আগল টুটিয়া

            ঘরে ঘরে যত দুয়ার-জানালা

                  সকলি দিয়েছে খুলিয়া–

            আকাশ-বাতাস ঘরে আসে মোর

                  বিজয়পতাকা তুলিয়া

               হে বিজয়ী বীর অজানা,

       কখন যে তুমি জয় করে যাও

               কে পায় তার ঠিকানা!

 

তোমায় চিনি বলে আমি করেছি গরব tomaay chini bole aami karechhie garab [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

    আমি   ঘরে বাঁধা ছিনু, এবার আমারে

                 আকাশে রাখিলে ধরিয়া

    দৃঢ়              করিয়া।

    সব       বাঁধা খুলে দিয়ে মুক্তিবাঁধনে

                 বাঁধিলে আমারে হরিয়া

    দৃঢ়              করিয়া।

           রুদ্ধদুয়ার ঘরে কতবার

           খুঁজেছিল মন পথ পালাবার,

           এবার তোমার আশাপথ চাহি

                 বসে রব খোলা দুয়ারে–

           তোমারে ধরিতে হইবে বলিয়া

                 ধরিয়া রাখিব আমারে।

                 হে মোর পরানবঁধু হে,

           কখন যে তুমি দিয়ে চলে যাও

                 পরানে পরশমধু হে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন