রায়ঠাকুরানী অম্বিকা কবিতা | raythakuranir ombika kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

রায়ঠাকুরানী অম্বিকা কবিতাটি [ raythakuranir-ombika kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

রায়ঠাকুরানী অম্বিকা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ রায়ঠাকুরানী-অম্বিকা

 

রায়ঠাকুরানী অম্বিকা কবিতা | raythakuranir-ombika kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

রায়ঠাকুরানী-অম্বিকা।

দিনে দিনে তাঁর বাড়ে বাণীটার লম্বিকা।

অবকাশ নেই    তবুও তো কোনো গতিকে

নিজে ব’কে যান,  কহিতে না দেন    পতিকে।

নারীসমাজের তিনি তোরণের স্তম্ভিকা।

সয় নাকো তাঁর    দ্বিতীয় কাহারো   দম্ভিকা।

Amar Rabindranath Logo

মন্তব্য করুন