লজ্জিতা lojjita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

লজ্জিতা

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরনামঃ লজ্জিতা

লজ্জিতা lojjita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

লজ্জিতা lojjita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ভৈরবী

যামিনী না যেতে জাগালে না কেন,

      বেলা হল মরি লাজে।

শরমে জড়িত চরণে কেমনে

      চলিব পথের মাঝে!

আলোকপরশে মরমে মরিয়া

হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া,

কোনোমতে আছে পরান ধরিয়া

      কামিনী শিথিল সাজে।

যামিনী না যেতে জাগালে না কেন,

      বেলা হল মরি লাজে।

নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ

      উষার বাতাস লাগি।

রজনীর শশী গগনের কোণে

      লুকায় শরণ মাগি।

পাখি ডাকি বলে “গেল বিভাবরী,

বধূ চলে জলে লইয়া গাগরি,

আমি এ আকুল কবরী আবরি

       কেমনে যাইব কাজে!

যামিনী না যেতে জাগালে না কেন,

      বেলা হল মরি লাজে।

লজ্জিতা lojjita [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ ক’বিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ ক’বিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ ক’বিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন