সজনি গো শাঙন গগনে sojoni go sangon gogone [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সজনি গো শাঙন গগনে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী

কবিতার শিরনামঃ সজনি গো শাঙন গগনে

সজনি গো শাঙন গগনে sojoni go sangon gogone [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সজনি গো শাঙন গগনে sojoni go sangon gogone [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সজনি গো——
শাঙন গগনে ঘোর ঘনঘটা
অঁধার যামিনীরে।
কুঞ্জপথে সখি, কৈসে যাওব
অবলা কামিনীরে।
উন্মদ পবনে যমুনা উথলত
ঘন ঘন গরজত মেহ
দমকত বিদ্যুত বজ্র নিনাদত,
থরহর কম্পত দেহ।
ঘন ঘন রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌,
বরখত নীরদ পুঞ্জ।

 

ঘোর তমস তৰু তাল তমালে
নিবিড় তিমিরঘন কুঞ্জ।
বোল ত সজনী এ দুৰুযোগে
কুঞ্জে নিরদয় কান
দাৰুণ বাঁশী কাহ বজায়ত
রাধা রাধা নাম।
সজনি—

ভগ্নহৃদয় একবিংশ সর্গ bhagno hriday ekobingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মোতিম হারে বেশ বনা দে,
সীঁথি লগা দে ভালে।
উরহি বিলোলিত শিথিল চিকুর মম
বাঁধহ মালত মালে।
নয়নে অঞ্জন রঞ্জহ সত্ত্বর
অলত লগা দে পায়।
একল যাওব ষঁহি রে বাঁশী
রাধা রাধা গায়।
হিয়া মাঝ সখি প্রেম দীপতছ
অঁধামে ক্যা হয় ডরলো।

 

শ্যামক ছোড়য় রাধা কয়সে
একলি রহবে ঘর লো।
গহন রয়নমে ন যাও বালা
নওল কিশোর-ক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর খাওব
কহে ভানু তব দাস।

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন